একটি চুলা কারখানায় বিভিন্ন ব্র্যান্ডের (Walton, RFL) গ্যাসের চুলা সাজানো আছে, সামনের চুলার সাথে একটি প্রশ্নবোধক চিহ্নযুক্ত প্রাইস ট্যাগ। ছবিতে লেখা গ্যাসের চুলার আসল দাম কত?

গ্যাসের চুলার দাম ২০২৫: সেরা গ্যাসের চুলা ও বর্তমান মূল্য

আজকাল আমরা দোকানে গেলেই দেখি RFL, Walton, Miyako, Gazi, Vision আরও কত নানা ব্র্যান্ডের সারি সারি চুলা। কোনোটা সিঙ্গেল, কোনোটা ডাবল, আবার কোনোটা ঝকঝকে টপ গ্লাস। এত রকমের গ্যাসের চুলার ভিড়ে কোনটা আপনার জন্য সেরা গ্যাসের চুলা আর তার আসল দামই বা কত এইসব ভাবতে গেলে মাথাই ধরে যায়, তাই না?

ভাই একদমই চিন্তা করবেন না! আমাদের মনের এই সব প্রশ্নের উত্তর এবং টাকা বাঁচানোর সেরা উপায় গুলো কি কি এবং দামই বা কেমন হবে তা আজকের এই আরটিকেলটি পড়লেই বুঝতে পারবেন।

আর এই পোস্টে আমরা শুধু ২০২৫ সালের আপডেটেড দামই জানবো না, সাথে এটাও দেখবো যে চুলা কেনার আগে কোন কোন বিষয়গুলো ভালো করে খেয়াল রাখতে হবে। (যেমন: বার্নার, বডি ম্যাটেরিয়াল,টপ, বটম ইত্যাদি)

চলুন, শুরু করা যাক!

ভালো গ্যাসের চুলা চিনবেন কীভাবে? (কেনার আগে এই বিষয়গুলো অবশ্যই দেখবেন)

আমরা কখনই দোকানে গিয়ে শুধু ডিজাইন আর দাম দেখেই চুলা কিনে ফেলবো না কারণ পরে পস্তাতে হতে পারে। তাই একটি ভালো চুলা দেখেশুনে কিনবো যেন কয়েক বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারি। তাই না?,শুনুন টাকা খরচ করার আগে নিচের কয়েকটি বিষয় অবশ্যই মিলিয়ে নিবেন

১. আপনার প্রয়োজন কোনটি? (সিঙ্গেল চুলা নাকি ডাবল চুলা)

আমার মতে সিঙ্গেল চুলা ছাত্র, ব্যাচেলর বা ছোট পরিবারের (২-৩ জন) জন্য সিঙ্গেল গ্যসের চুলাই ভালো। কারণ কম জায়গায় এবং কম বাজেটে এর চেয়ে ভালো কিছু হয় না। আমি-ই এটা ব্যাবহার করেছি যখন শহরে পড়াশুনা করতাম।

আর ডাবল গ্যাসের চুলা মূলত মাঝারি বা বড় পরিবারের জন্য খুবই দরকার।কারণ একসাথে দু-চুলায় দুই রান্না চাপিয়ে দিলে সময় বাঁচে এবং বাড়তি কাজের সময়ও পাওয়া যায়। অথিতিদের জন্য দ্রুত রান্না করা যায়।

২. বডি কেমন হবে? (গ্লাস টপ নাকি স্টিল বডি)

গ্লাস টপ চুলা দেখতে খুবই আধুনিক এবং সুন্দর লাগে। আর রান্নাঘরকে একটা স্মার্ট লুক দেয়। পরিষ্কার করাও খুব-ই সহজ, শুধু রান্না শেষে মুছে দিলেই ঝকঝক ফকফকে হয়ে যায় পলকেই হা হা হা..। তবে, ভারী জিনিস থেকে সাবধান কারণ হাত পসকে পড়ে গেলেই ভেঙে যাওয়ার ভয় থাকে।

তবে স্টিল এর চুলা গুলো খুবই মজবুত এবং দীর্ঘস্থায়ী হয় বলা যায়। যেটা অনেক রাফ ব্যবহারেও সহজে কিছু হয় না জানেন। কিন্তু সময়ের সাথে সাথে এতে দাগ বা জং ধরার সম্ভাবনা থাকে এবং থাকবে এটাই সাভাবিক তাইনা? আর এটা গ্লাস টপের মতো অতটা আকর্ষণীয় দেখায় না এটা মানতেই হবে।

৩. সবচেয়ে জরুরি জিনিস বার্নার! (পিতল নাকি অন্য ম্যাটেরিয়াল)

মনদিয়ে শুনুন.  চুলা কেনার সময় অবশ্যই পিতলের অথবা ব্রাস বার্নার দেখে কিনবেন।কারণ পিতলের বার্নার তাপ ভালোভাবে ছড়ায়, সহজে নষ্ট হয় না এবং গ্যাস সাশ্রয়ী হয়। আর অ্যালুমিনিয়াম বা অন্য ম্যাটেরিয়ালের বার্নারগুলো সস্তা হওয়ায় বেশিদিন টেকে না, তাপও ভালোবাবে ছড়ায়না।

৪. অটো ইগনিশন আছে তো? (আগুন জ্বালানোর সুবিধা)

যদি পারেন তাহলে এই গ্যাসের চুলা নিয়ে নিন, করণ এতে আছে অটো ইগনিশন সিস্টেম তাই এই চুলাগুলোতে নব ঘুরালেই নিজে থেকে আগুন জ্বলে ওঠে, আলাদা করে লাইটার বা ম্যাচ লাগে না। আমার মতে এটি খুবই সুবিধাজনক এবং নিরাপদ।

মজার ব্যাপার হলো এই চুলা আমি-ই ব্যাবহার করি। আর আমার মনে হয় বাজেট একটু দুই একশ টাকা বেশি থাকলে অটো ইগনিশন সহ চুলা কেনাই বুদ্ধিমানের কাজ হবে।

বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ডের গ্যাসের চুলার দাম (২০২৫)

উপরে তো সবই পড়লেনই ভালো মন্দ সুবিধা – অসুবিধা সব খুটি নাটি বিষয় সম্পর্কে তাই না? কিন্তু গ্যাসের চুলার দাম কত রে ভাই? এখন চলুন বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের গ্যাসের চুলার দাম দেখা যাক কোন চুলার দাম কত?

আরএফএল (RFL) গ্যাসের চুলার দাম ও ছবি

প্রথমে বলি আরএফএল (RFL), কারণ তাদের দারুন দারুন স্টাইলিশ ডিজাইন এবং সাশ্রয়ী দামের জন্য আমার সবচেয়ে বেশি ভাল্লাগে। বিশেষ করে তাদের গ্লাস টপের চুলাগুলো এখন ঘরে ঘরে দেখা যায়। দেখতেও বেশ চমৎকারই লাগে কি বলবো। নিচে একটা স্ক্রীনশট দিলাম কিছু সিঙ্গেল গাসের চুলার।

সিঙ্গেল গ্যাসের চুলা
সিঙ্গেল গ্যাসের চুলা

RFL সিঙ্গেল চুলার দাম ব্র্যান্ডিং ও মানের ওপর নির্ভর করেই দামগুলো কমবেশি হয়। তার পরও আমি দেখেছি যে এই চুলাগুলোর দাম সাধারণত ১,২০০ টাকা থেকে ৩,১২৫ টাকার মধ্যে পাওয়া যায়।

তবে গ্রামের বেশির ভাগ মানুষ ১৮০০ থেকে ২২০০ টাকার মধ্যেই কেনে। আমার মতে ২০০০ টাকার আশে-পাশে দামের সিঙ্গেল গাসের চুলাই ভালো হবে বুঝছেন। আর যদি একটু বেশি দামি নিতে পারেন তাহলে তো আরো ভালো হবে।

এবার নিচে দেখুন ডাবল গ্যাসের চুলা গুলোর একটি স্ক্রীনশট দিলাম, এগুলো বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন দামের ও বিভিন্ন ডিজাইনের আছে।

ডাবল গ্যাসের চুলা
ডাবল গ্যাসের চুলা

আর RFL ডাবল চুলার দাম বলছি, আগে বলি মাঝারি বা বড় পরিবারের জন্য এটাই ভালো হবে। আর ভালো মানের RFL ডাবল চুলার দাম ২,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকারও বেশি হয়।

তবে আমার মতে মডেল দেখে দাম জানলেই খুব ভালো হয়। কিন্তু কিভাবে? সেটাও বলছিরে ভাই! নিচে আর একটু পড়ুন পেয়ে যাবেন।

অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ড

  • ওয়ালটন (Walton) গ্যাসের চুলা: দেশীয় ব্র্যান্ড হিসেবে ওয়ালটন তাদের মজবুত এবং টেকসই পণ্যের জন্য বিখ্যাত এটা আমরা সবাই জানি তায় না? এদের ডাবল চুলার দাম ২,৫০০ থেকে ৭,০০০ টাকার মধ্যে হয়ে থাকে।

  • মিয়াঁকো (Miyako) গ্যাসের চুলা দেখুন, যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি এবং আধুনিক ফিচার যুক্ত গ্যাসের চুলা খোঁজেন, তাদের জন্য মিয়াঁকো একটি চমৎকার ব্র্যান্ড হবে। আমি যতটুকু জানি তাদের ডাবল চুলার দাম সাধারণত ৩,০০০ থেকে ৮,৫০০ টাকা পর্যন্ত বা তারও বেশী হয়।

  • ভিশন ও গাজী (Vision & Gazi): এই ব্র্যান্ডগুলোর কথা আর কি বলবো ভাই। তাদের পন্যগুলির গুণগত মানের জন্যই তো বাজারে এত জনপ্রিয়। তবে এদের ডাবল চুলার দাম সাধারণত প্রায় ২,৮০০ থেকে ৭,৮০০ টাকার মধ্যেই হয় তবে বেশ কিছু মডেল আছে যেগুলোর দাম আরেকটু বেশিই হয়।

কি? মাথা শেষ? দেখছিলাম অনেক কিছই তো তাই আরকি! কিন্তু আপনাদের সুবিধার জন্য নিচে একটি গ্যাসের চুলার দামের তালিকা দিলাম।


একনজরে সব গ্যাসের চুলার দামের তালিকা

RFL সিঙ্গেল বার্নার গ্যাসের চুলার মূল্য তালিকা

মডেলের নাম মডেল নম্বর Material Gas Type পূর্বের দাম বর্তমান দাম
S/S Auto Gas Stove 17 GN 828456 Stainless Steel LPG ৳ ২,৯০০ ৳ ২,৭৫০
Single Glass Stove Fiona 828236 Glass Top LPG ৳ ৩,২০০ ৳ ৩,০০০
Single Glass Stove Olivia 828508 Glass Top LPG ৳ ২,৮০০ ৳ ২,৬৪০
Single Glass Stove Princess 828509 Glass Top LPG ৳ ২,৫০০ ৳ ২,৩১০
Single Glass Stove Lilly 828240 Glass Top LPG ৳ ৩,২০০ ৳ ৩,০০০

RFL ডাবল বার্নার গ্যাসের চুলার বিস্তারিত তালিকা

মডেলের নাম মডেল নম্বর Material Gas Type পূর্বের দাম বর্তমান দাম
Double Glass Stove Fiona 828238 Glass Top NG (লাইন গ্যাস) ৳ ৫,৫০০ ৳ ৪,৯৫০
Double Glass Stove Fiona 828237 Glass Top LPG ৳ ৬,০০০ ৳ ৫,৬২৫
Double S.S Gas Stove Grace 828345 Stainless Steel NG (লাইন গ্যাস) ৳ ৪,৫০০ ৳ ৪,০০০
Double Glass Stove Silky 828513 Glass Top NG (লাইন গ্যাস) ৳ ৫,৫০০ ৳ ৪,৯৮৮
Double Glass Auto 26 GR 828549 Glass Top LPG ৳ ৮,০০০ ৳ ৭,০৪০
Double S.S Auto 2-04 SRB 828344 Stainless Steel LPG ৳ ৫,২০০ ৳ ৪,৮৫০
Built in Hob Flora 828555 Built-in Glass Hob LPG ৳ ৯,৫০০ ৳ ৮,৫০০
Built in Hob Regal 828560 Built-in Glass Hob LPG ৳ ১২,০০০ ৳ ১০,৫০০
Built in Hob Amber 828554 Built-in Glass Hob LPG ৳ ১৪,০০০ ৳ ১২,০০০

সহজে বোঝার জন্য নিচে এটা দেখুন

চুলার ধরন বডি ম্যাটেরিয়াল আনুমানিক দাম (টাকা) কাদের জন্য ভালো
সিঙ্গেল চুলা স্টিল বডি ১,২০০ – ২,৫০০ ব্যাচেলর, ছাত্র
সিঙ্গেল চুলা গ্লাস টপ ১,৮০০ – ৩,৫০০ ছোট পরিবার, আধুনিক রান্নাঘর
ডাবল চুলা স্টিল বডি ২,৫০০ – ৫,০০০ মাঝারি পরিবার, রাফ ব্যবহার
ডাবল চুলা গ্লাস টপ ৩,০০০ – ৮,৫০০+ বড় পরিবার, স্টাইলিশ রান্নাঘর

কোথায় থেকে কিনবেন এবং সিলিন্ডার গ্যাসের চুলা

আসল কথা আছে এখানেই, এই চুলাগুলো অর্ডার করার জন্য আপনি সোজা RFL EshopDaraz অথবা BDstall এর ওয়েবসাইটে পেয়ে যাবেন।  অথবা আপনার নিকটস্থ কোন ক্রোকারিজ বা ব্র্যান্ডের শোরুম থেকেও কিনতে পারবেন।

তাও যদি না পারেন তবে আপনি এখান থেকে আপনার পছন্দের মডেল এর নাম কপি করে সার্চ দিন প্রথমেই পেয়ে যাবেন লিংক, ক্লিক করে ভেতরে যান, অর্ডার করার যায়গা পেয়ে যাবেন ইনশাল্লাহ্।

আর একটি কথা সিলিন্ডার গ্যাসের চুলার দাম সাধারণত পাইপলাইন গ্যাসের চুলার দামের মতোই হয়, কারণ চুলা একই থাকে, শুধু গ্যাস সরবরাহের উৎস ভিন্ন হয়। তাই এ নিয়ে আমার মনে হয় এত বাড়তি চিন্তা করার কিছু নেই।

আমার প্রিয় শেষ কথা

তো ভাই ও বোনেরা, আশা করি আমি মনে হয় গ্যাসের চুলা নিয়ে আপনাদের মনের সব প্রশ্নের উত্তর এই এক আর্টিকেলেই দিতে পেরেছি ইনশাল্লাহ্। আমরা দেখলাম কোন চুলা কাদের জন্য ভালো, কেনার আগে কী কী দেখতে হবে, আর কোন ব্র্যান্ডের দাম কেমন হতে পারে। আর কোথায়-ই বা কিনতে পাওয়া যায়।

সব মিলিয়ে বলবো, আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী একটি ভালো মানের চুলা বেছে নিন, যা আপনার রান্নাঘরের সঙ্গী হয়ে থাকবে অনেক বছর।

কি এখন আপনার পালা! কেমন লাগলো আমার এই ব্লগ? যাই হোক বাদ দেন আগে বলুন আপনি কোন ব্র্যান্ডের গ্যাসের চুলা ব্যবহার করেন? আপনার অভিজ্ঞতা কেমন? নিচে কমেন্ট করে আমাদের সবার সাথে আপনার মতামত শেয়ার করবেন কিন্তু!