গ্যাসের চুলার দাম ২০২৫ এর মডেল ও ছবি
গ্যাসের চুলার দাম ও ছবি দেখুন ২০২৫ সালের আপডেট
২০২৫ সালেও আমাদের অতি জরুরী পন্য গ্যাসের চুলার দাম জানা। আর এটি আমাদের রান্নাঘরের জন্য কুবই প্রয়জনিয় হলো একটি ভালো গ্যাসের চুলা। বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গ্যাসের চুলা পাওয়া যায়, যার দাম এবং মান ভিন্ন ভিন্ন হয়।
একটি নতুন চুলা কেনার আগে এর দাম কত এবং এর কার্যকারিতা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার।
তাই আমি আপনাদের কথা ভেবে এইআরটিকেলটি লিখখেছি। আর এই কনটেন্টটিতে আপনি গ্যাসের চুলার দাম ২০২৫ সালের এবং বর্তমানে প্রচলিত মডেলগুলোর একটি ধারণা পাবেন। তবে মনোযোগ দিয়ে পড়ুন। প্রথমে দেখি কিছু সিঙ্গেল ও ডাবল গ্যাসের চুলার দাম।
আরো পড়ুন Bangladesh Viral Video ভাইরাল ভিডিও ২০২৫ | Viral Video Meaning

১. সিঙ্গেল এবং ডাবল গ্যাসের চুলার দাম
যারা ছোট পরিবার অথবা সীমিত জায়গায় রান্না করেন, তাদের জন্য সিঙ্গেল গ্যাসের চুলার দাম সাধারণত সাশ্রয়ী হবে।
সিঙ্গেল গ্যাসের চুলার দাম ব্র্যান্ড ও মানের ওপর নির্ভর করে এই চুলাগুলোর দাম সাধারণত ১,২০০ টাকা থেকে ৩,১২৫ টাকা-এর মধ্যে পওিয়া যায়।
সিঙ্গেল গ্যাসের চুলার দাম ২০২৫ সালেও এই বাজেটের কাছাকাছি আছে। খুব একটা পার্থক্য নেই।
আর যারা ব্যাচেলার কোন ঝামেলাহিন একাই রান্না করতে হয়।
তাদের জন্য কিছু সিঙ্গেল গ্যাসের চুলা গুলোর একটি স্ক্রিনশট দিয়েছি িএখানে দেখেই সিদ্ধান্ত নিতে পারবেন।
এখানে দেখানো হয়েছে সবই আর এফ এল এর সিঙ্গেল গ্যাসের চুলা যেগুলো মানুষের খুবই পছন্দের একটি পন্য।
আর আপনাদের যদি অন্য কোন কোম্পানির পছন্দ থাকে তবে তা আমাকে কম্মেন্ট করে জানাবেন। আমি দরকার হয় আরেকটি পোস্ট করবো।
এই চুলা গুলো কোথায় অর্ডার করবেন শেষের দিকে আমি তাও বলে দিবো ইনশাল্লাহ্। এবার আসুন কিছু ডাবল গ্যাসের চুলার দাম জেনে নিই

ডাবল গ্যাসের চুলার দাম কত
দিন যত যাচ্ছে ততই মানুষের চাহিদাও বাড়ছে। আর চাহিদার কথা মাথায় রেখে রিুচিশিল মুগ্ধকর ডিজাইন এ বাজারে এল RFL Double Gas Stove. যারে দামও অনেক সাস্রয়ী।
তবে আগে জানবো ডাবল গ্যাসের চুলার দাম কত??
মাঝারি বা বড় পরিবারের জন্য ডাবল চুলা খুবই দরকার।
তাই ভালো মানের ডাবল চুলার দাম শুরু হয় ২,৫০০ টাকা থেকে শুরু করে ৮,০০০ টাকা বা তারও বেশি পর্যন্ত।
আর যানেন ই তো যত গুড় তত মিস্টি তেমন যত ভালো নেবেন তত ভালো দাম হবে। এখানে দেখছেন আর এফ এল ডাবল গ্যাসের চুলার ছবি।
এগুলো অরডার করা খুবই সহজ আপনি এক ক্লিকেই অর্ডার করতে পারবেন আর এফ এল এর ওয়েব সাইট থেকে।
আমি তাও আপনাদের শিখিয়ে দেব কিভাবে অর্ডার করবেন।

২. জনপ্রিয় ব্র্যান্ডের গ্যাসের চুলা দাম
এছাড়াও বাংলাদেশে এমন কিছু জনপ্রিয় ব্র্যান্ডের গ্যাসের চুলা রয়েছে, যা তাদের গুণগত মান এবং টেকসইয়ের জন্য ভিষন পরিচিত এমনকি আপনিও অনেক কোম্পানির নাম জানেন।
আর আমি আপনাকে তেমনি কিছু কোমপানির জনপ্রিয় ব্র্যান্ডের গ্যাসের চুলা ও চুলার দাম।
আরএফএল গ্যাসের চুলার দাম ও ছবি উপরে দেখছেন কিন্তু সব কোম্পানির ছবিতো আর দেয়া সম্ভব নয় তাইনা? তাই এবার নিচে অন্যান্য গ্যাসের চুলার ছবি ছাড়াই শুধু গ্যাসের চুলার দাম দিলাম।
একটু কষ্ট হলেও বুঝে নেবেন।
ব্র্যান্ড ও মডেলের ধরন আনুমানিক গ্যাসের চুলার দাম (টাকা)
গ্যাস চুলা দাম কত তা মূলত নির্ভর করে চুলাটির ফিনিশিং, বার্নারের ধরন (যেমন: কপার বা পিতল), এবং অটো ইগনিশন (Auto Ignition) সুবিধা আছে কিনা তার ওপর।
এগুলো অর্ডার করার জন্য আপনি RFL Eshop ও BDstall এই সিইটে খুজে পাবেন একদম পানি মত সহজ।
৩. সিলিন্ডার গ্যাসের চুলার দাম এবং অন্যান্য প্রকারভেদ
সিলিন্ডার গ্যাসের চুলার দাম সাধারণত মেন (পাইপলাইন) গ্যাসের চুলার দামের মতোই হয়, কারণ চুলা একই থাকে, শুধু গ্যাস সরবরাহের উৎস ভিন্ন হয়।
তবে, অনেকেই ‘লো প্রেশার বার্নার’ যুক্ত চুলা ব্যবহার করেন, যা সিলিন্ডার গ্যাসের জন্য বিশেষভাবে উপযুক্ত।
এছাড়াও, আপনি যদি কেবল একটি বার্নার খুঁজছেন, তবে এক চুলা গ্যাসের দাম কত তা যাচাই করলেই হবে।
ছোট ব্র্যান্ডের একটি সাধারণ এক চুলার দাম ১,০০০ টাকার আশেপাশে শুরু হয়।
সব মিলিয়ে, গ্যাসের চুলা price in bangladesh বর্তমানে ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে।
আপনার প্রয়োজন ও বাজেট অনুযায়ী সঠিক চুলার দাম যাচাই করে একটি মানসম্পন্ন চুলা কিনে নিতে পারেন।
ধণ্যবাদ আমার প্রিয় ডটকম এর সাথে এতক্ষন থাকার জন্য।