[সর্বশেষ আপডেট:05/12/2025]
ভাই, এমন টা আমার সাথেই হয়েছিলো… আমার খুবই দরকার একটা কল রেকোর্ড করার জন্য। কিন্তু অপরজন বার বার বুঝে যাচ্ছিলো। কারণ রেকর্ড বাটন চাপতেই ফোন চিৎকার করে বলে উঠল “This call is now being recorded!” তাই না?
উফ! কি যে লজ্জাজনক অবস্থা ভাই, তখন, যায় হোক আমি এখন শিখে গেছি কিভাবে কি করতে হবে তাই ভাবলাম আপনাদের এটা শিখিয়ে রাখি।🤦♂️
ঠিক আছে, তবে যাকে রেকর্ড করছিলেন, সে তো বুঝেই গেল। আর আপনার গোপন রেকর্ডিংয়ের প্ল্যানটা একদম মাটি হয়ে গেল! বর্তমানে আমাদের দেশের প্রায় সব ফোনেই যেমন (Realme, Xiaomi, Vivo, Oppo) এই ফোন গুলোতে এই এক সমস্যা।
কিন্তু প্যারা নেই ব্রো! ‘আমার প্রিয়’ থাকতে আপনার কোনো টেনশন নেই হা হা হা..। কারণ আজ আমি আপনাদের শেখাবো কিভাবে ফোনে Auto Call Recording চালু করবেন এবং সেই বিরক্তিকর সাউন্ড বন্ধ করবেন।
ভাই এ জন্য আবার আপনার ফোন রুট (Root) করার কোনো দরকার নেই। তাহলে ভাইজান চলুন, শিখে নিই! কি সেই গোপন ট্রিক্স! 👇
Auto Call Recording সেটিং (Call Recording Setting
এখনো অনেকেই জানেন না যে, আলাদা কোনো Call Recording App ছাড়াই ফোনের সেটিংস থেকেই অটো কল রেকর্ড চালু করা যায়। এতে প্রতিবার কল রিসিভ করে রেকর্ড বাটন চাপতে হবে না।
কিভাবে চালু করবেন? বলি তাহলে
-
প্রথমে আপনার ফোনের 📞 Phone বা 📞Dialer অ্যাপে যান।
-
ওপরে ডান কোণায় Three Dot (⋮) মেনুতে ক্লিক করে ⚙️ Settings-এ যান।
-
Call Recording অপশনে ক্লিক করুন।
-
সেখানে “Numbers not in your contacts” অপশনটি চালু করে দিন এবং “Always Record” সিলেক্ট করুন।
ব্যাস! তাহলে এখন থেকে অপরিচিত নাম্বার থেকে কল আসলিই অটো রেকর্ড শুরু হয়ে যাবে। ভাই আশা করি আর কারো হাত পা ধরা লাগবে না। কিন্তু রেকর্ডিং চালু হওয়ার সাথে সাথেই অপর জনে বুঝতে পারে যে আমি কল রেকর্ডিং করছি… ভাই সেটারও সমাধান আছে নিচে আরেকটু পড়ুন।
কল রেকর্ড সাউন্ড বন্ধ করার নিয়ম (Secret Trick)
ভাই অটো কল রেকর্ড তো হলো, কিন্তু ওই যে “This call is now being recorded” আওয়াজটা কিভাবে বন্ধ করবো?
এটা বন্ধ করার জন্য প্লে-স্টোর থেকে ছোট্ট একটা টুল নামাতে হবে। ভয় নেই, এটি ১০০% সেইফ। কিভাবে করবেন সেটা দেখুন…
প্রথম ধাপ : অ্যাপ ইন্সটল
প্রথমে গুগল প্লে স্টোরে যান এবং সার্চ বক্সে লেখুন “TTSLexx”। এবং এ্যাড এর পরে যেই অ্যাপটি থাকবে সেটা ডাউনলোড করে ইন্সটল করুন।
দ্বিতীয় ধাপ: সেটিংস পরিবর্তন
অ্যাপ ওপেন করার দরকার নেই। আপনি সরাসরি ফোনের ⚙️Settings এ্যাপ এ যান।
-
-
⚙️Settings এর সার্চ বক্সে লিখুন “Text-to-speech” (অথবা Language & Input সেটিংসে পাবেন)।
-
সেখানে Preferred Engine অপশনে ক্লিক করে “Speech Services by Google”-এর বদলে “TTSLexx” সিলেক্ট করে দিন।
-
তৃতীয় ধাপ: গুগল ডায়ালার ক্লিন করা (জরুরি)
-
-
এবার ফোনের Dialer অ্যাপের ওপর আঙুল দিয়ে চেপে ধরে রাখুন। দেখবেন কিছু অপশন আসবে সেখানের মধ্যে
-
App Info তে যান > এবং Storage & Cache-এ ক্লিক করুন।
-
Clear Storage বা Clear Data করে দিন। (ভয় নেই, নাম্বার ডিলিট হবে না)।
-
কাজ প্রায় 99% শেষ এবার ফোনটা একবার রিস্টার্ট দিন (এটাও তো আর শেখানো লাগবে না)। এখন কাউকে কল দিয়ে দেখুন, আপনার কল রেকর্ড হবে! কিন্তু কেউ কিচ্ছু টের পাবে না। 😎 তবে আমি কিছু টিপ্স দিলাম নিচে পড়ুন….
💡 টিপস:সেরা Call Recording App কোনটি?
ভাই, যাদের ফোনে 📞 গুগল ডায়ালার নেই বা যাদের উপরের মেথডটি কাজ করছে না, তারা কোন অ্যাপ ব্যবহার করবেন? ভাই আমার মতে ODialer টা সেরা হবে। কিভাবে চুলন দেখি
প্রথমে প্লে স্টোরে > গিয়ে ODialer লিখে সার্চ করুন (এটি ColorOS মানে Oppo, Realme, OnePlus-এর অফিশিয়াল অ্যাপ) > এটি ইন্সটল করে Default Phone App হিসেবে সেট করুন > এতে অটো কল রেকর্ডও হয়, আবার কোনো সাউন্ডও হয় না। কোনো ঝামেলা ও নাই।
আমার প্রিয় শেষ কথা ও সতর্কতা ও
আমার প্রিয় পাঠক বন্ধুরা, এই ট্রিকটি শেয়ার করলাম শুধুমাত্র আপনাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং প্রয়োজনে ব্যবহারের জন্য। দয়া করে এর অপব্যবহার করবেন না বা কাউকে ব্ল্যাকমেইল করবেন না। প্রযুক্তি আমাদের উপকারের জন্য।
ভাই এটার অপব্যাবহার করলে কিন্তু আপনার দায়ভার আমি নিবো না কিন্তু। তাই নিজ দ্বায়িত্বে সব করবেন।
ঠিক আছে ভাই, এখন থেকে আপনিও হয়ে যাবেন বস! কারণ এই সেটিং 95% লোকই জানে না। আর আজ আপনি জেনে গেলেন।
কি? আমার প্রিয় এই আরটিকেলটি পড়ে আপনার মোবাইলে কাজ করলে অবশ্যই আমার কমেন্টে একটা “Thank you” দিয়ে যাবেন। আপনাদের একটা ভালো কমেন্ট পেলে আমি আরো নতুন ট্রিকস খোঁজার উৎসাহ পাই।
ভালো থাকুন, আমার প্রিয় প্রযুক্তির সাথেই থাকুন। ❤️ বাই বাই………


