[সর্বশেষ আপডেটেড: 01/12/2025]
আচ্ছা আমার প্রিয় ভাই, বলুন তো! দোকানে রিচার্জ করতে গিয়ে কি হঠাৎ নিজের মোবাইল নাম্বার আমার মত ভুলে যান? এমনটা কি আপনার সাথে ও হয়েছে? কিংবা ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে গিয়ে দেখেন কোডটা কিছুতেই মনে পড়ছে না! জানি এটা খুবই বিরক্তিকর একটা ঘটনা, তাই না? মনেই পড়তে চাই না এই সিমের Balance Check Code কি!
আর আমরা বাংলাদেশি। আমাদের পকেটে গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল বা টেলিটক কোন সিমটা নেই আমাদের বলুন তো? কিন্তু আসল সমস্যা হলো, এত এত এত সিমের মধ্যে কোনটার ব্যালেন্স চেক কোড কী, আর কোনটার ইন্টারনেট চেক কোড কী সেটা মনে রাখা আসলেই কঠিন।
আহ্.., প্যারা নেই আমার প্রিয়! আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলাদেশের সব সিমের দরকারি কোডগুলোর আল্টিমেট কালেকশন। শুধু ব্যালেন্স চেক নয়, আজ আমরা জানব কল ডাইভার্ট, কল ওয়েটিং এবং ইন্টারনেট সেটিং-এর মতো গোপন সব কোড গুলো।
এমনকি যে কোডগুলো আপনি আগে জানতেন-ই না সেই কোডগুলোও জানাবো এখানে পড়তে থাকুন…
কথা দিলাম এই একটা পোস্ট আপনার কাছে থাকলে, আর কখনোই গুগলে বারবার সার্চ করতে হবে না আপনাকে..। চায়ের কাপ হাতে নিন, আর ঝটপট দেখে নিন আপনার দরকারি সিমের কোডটি!
গ্রামীণফোন (GP) সিমের দরকারি কোড সমূহ
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিম জিপি। কিন্তু এর কোডগুলোই ভাই আমরা বেশি ভুলে যাই, তাই না? খালি মনে আছে Balance Check Code *566# তাই না?। টেনশন নাই, নিচের লিস্টটা একবার দেখেন সব দেয়া আছে:
ব্যালেন্স ও সার্ভিস চেক কোড
| সেবার নাম | কোড (Dial) |
| নিজের নাম্বার দেখতে | *2# |
| মেইন ব্যালেন্স চেক | *566# |
| ইন্টারনেট ব্যালেন্স চেক | *121*1*4# |
| মিনিট চেক | *121*1*2# |
| এসএমএস (SMS) চেক | *121*1*2# |
| এমএমএস (MMS) চেক | *566*14# |
| প্যাকেজ চেক (বর্তমান প্যাকেজ) | *121*1*6*1# |
| ইউএসএসডি (USSD) মেনু | *121# |
অন্যান্য সেবা ও ইমার্জেন্সি
| সেবার নাম | কোড / নিয়ম |
| ইমার্জেন্সি ব্যালেন্স নিতে | *121*1*3# |
| মিসড কল অ্যালার্ট (MCA) চালু | Start MCA লিখে 6222 তে পাঠান |
| কল ওয়েটিং চালু করতে | *43# |
| কল ওয়েটিং বন্ধ করতে | #43# |
| অহেতুক টাকা কাটা বন্ধ (Stop All) | *121*6*1# (খুবই জরুরি) |
| ওয়েলকাম টিউন বন্ধ করতে | Stop লিখে 4000 তে পাঠান |
কাস্টমার কেয়ার নাম্বার
(মিনিট দিয়ে হবেনা ব্যালেন্সে টাকা থাকা লাগবে তবেই এই নাম্বার গুলোতে ফোন যাবে)
জিপি নাম্বার থেকে কল করুন: 121 অথবা অন্য যেকোনো নাম্বার থেকে কল করুন: 01700-100121 এই নাম্বারে… এটা কাস্টমার কেয়ার এর নাম্বার।
রবি সিমের (Robi) জরুরি কোড গুলো
আমাদের নেটওয়ার্ক শক্তিশালী করতে রবি সিম কম্পানির কোন জুড়ি নেই আসলেই। আর রবি সিমের কোডগুলো কিন্তু একটু আলাদা। তাহলে দেখে নিন এক নজরে রবি সিমের সেই কোডগুলো কি কি:
| সেবার নাম | কোড (Dial) |
| নিজের নাম্বার দেখতে | *2# |
| মেইন ব্যালেন্স চেক | *222# |
| ইন্টারনেট ব্যালেন্স চেক | *3# |
| মিনিট চেক | *222*2# |
| এসএমএস (SMS) চেক | *222*12# |
| এমএমএস (MMS) চেক | *222*13# |
| রবি মেনু (All in one) | *140# |
| সেবার নাম | কোড / নিয়ম |
| ঝটপট ব্যালেন্স (Loan) | *123*007# |
| রিকুয়েস্ট আ কল (Call Me Back) | *123*নাম্বার# |
| কল ডাইভার্ট ক্যান্সেল | ##002# |
| অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ (VAS Stop) | *9# |
| মিসড কল অ্যালার্ট চালু | On লিখে 8272 তে পাঠান |
| ইন্টারনেট সেটিং রিকোয়েস্ট | *140*7# |
রবি সিমের কাস্টমার কেয়ার নাম্বার গুলো
যে কোন সময় রবি নাম্বার থেকে সরাসরি কল দিন: 123 অথবা অন্য যেকোনো নাম্বার থেকে: 01819-400400 ফোন করুন এই নাম্বারে.. (তবে মিনিট দিয়ে হবেনা ব্যালেন্সে টাকা থাকা লাগবে)
বাংলালিংক সিমের (Banglalink Sim) খুবই দরকারি কোড সমূহ
ভাইজান, আপনারা যারা একটু কম রেটে কথা বলতে পছন্দ করেন, তাদের প্রিয় সিম কিন্তু বাংলালিংক। এর কোডগুলো মোটামুটি সহজই আছে কিন্তু কিছু কোড আছে যেগুলো আপনি জানেন-ই না।:
ব্যালেন্স ও সার্ভিস চেক কোড
| সেবার নাম | কোড (Dial) |
| নিজের নাম্বার দেখতে | *511# |
| মেইন ব্যালেন্স চেক | *124# |
| ইন্টারনেট ব্যালেন্স চেক | *5000*500# |
| মিনিট চেক | *121*100# |
| এসএমএস (SMS) চেক | *121*100# |
| প্যাকেজ চেক | *125# |
ইমার্জেন্সি সেবা কোড ও অন্যান্য বিষেশ কোড
| সেবার নাম | কোড / নিয়ম |
| ইমার্জেন্সি ব্যালেন্স | *874# |
| আমার টিউন (Amar Tune) বন্ধ | Stop লিখে 2222 তে পাঠান |
| মিসড কল অ্যালার্ট চালু | *622# |
| কল মি ব্যাক | *126*নাম্বার# |
| সব সার্ভিস বন্ধ করতে | *121*2# |
বাংলালিংক জরুরী কাস্টমার কেয়ার নাম্বার
-
-
বাংলালিংক নাম্বার থেকে: 111 (চার্জ কাটবে) বা 121 ডায়াল করতে হয়।
-
অন্য যেকোনো নাম্বার থেকে: 01911-304111 ডায়াল করলেই হবে। শুধু ব্যালেন্সে টাকা থাকতে হবে।
-
এয়ারটেল সিমের (Airtel) Balance Check Code সহ দরকারি কোড সমূহ
বন্ধুদের আড্ডায় শুধু রবি সিম থাকবে আর এয়ারটেল সিম থাকবে না, তা কি হয়? ব্রো, এয়ারটেল সিমের কোডগুলো ও তাড়াতাড়ী জেনে রাখুন পরে আপনার জন্যই ভালো হবে। না হয় আমার প্রিয় ডট কম সেভ করে রাখুন, সকল সিমের দরকারি কোড সব সময় এখানেই।
এয়ারটেল সিমের ব্যালেন্স ও সার্ভিস চেক কোড
| সেবার নাম | কোড (Dial) |
| নিজের নাম্বার দেখতে | *2# |
| মেইন ব্যালেন্স চেক | *778# |
| ইন্টারনেট ব্যালেন্স চেক | *3# |
| মিনিট চেক | *778*0# |
| এসএমএস (SMS) চেক | *778*6# |
| সিম অফার চেক | *999# |
আরো বাড়তি কোড সেবা এয়ারটেল সিমের
| সেবার নাম | কোড / নিয়ম |
| ইমার্জেন্সি লোন | *141*10# |
| কল মি ব্যাক | *121*5*নাম্বার# |
| এফএনএফ (FnF) সেট করতে | *121*4*1# |
| টাকা কাটা সার্ভিস বন্ধ | *9# |
| কাস্টমার কেয়ার | 121 (অন্য নাম্বার থেকে 01678-600786) |
টেলিটক সিমের (Teletalk) দরকারি কোড সমূহ
এবার দেখা যাক আমাদের দেশি সিম, টেলিটক। বিশেষ করে সরকারি চাকরির আবেদনে টেলিটক সিম ছাড়া তো চলেই না! তাই এই টেলিটক সিমের কোডগুলো মিস করবেন না ব্রো…
টেলিটক সিমের জন্য Balance Check Code ও দরকারি কোড
| সেবার নাম | কোড (Dial) |
| নিজের নাম্বার দেখতে | *551# |
| মেইন ব্যালেন্স চেক | *152# |
| ইন্টারনেট ব্যালেন্স চেক | *152# (অথবা *566*10#) |
| মিনিট চেক | *152# |
| এসএমএস (SMS) চেক | *152# |
| এমএমএস (MMS) চেক | *152# |
ইমার্জেন্সি ও বিশেষ কোড
| সেবার নাম | কোড / নিয়ম |
| ইমার্জেন্সি ব্যালেন্স | *1122# |
| প্যাকেজ পরিবর্তন (Migrate) | *247# |
| রিচার্জ কোড | *151*গোপন পিন# |
| কাস্টমার কেয়ার | 121 (অন্য অপারেটর থেকে 01500-121121) |
বিটিসিএল সিম (BTCL) ও আলাপ (Alaap) সেবা
কি বলবো ভাই! অনেকেই আবার বিটিসিএল বা সরকারি টেলিফোন সেবার কোড খোঁজেন। হয়তো জানার জন্য তবে খোঁজাটাই সাভাবিক তাই বলি এটা মনে রাখবেন, বিটিসিএল সিম মানে এর কোনো সাধারণ সিম কার্ড নেই, এটি ল্যান্ডলাইন এবং অ্যাপ-ভিত্তিক (আলাপ) সেবা দেয়। মানে প্রায় ই-সিম (E-Sim) বলা যায়।
তবুও দরকারি কিছু তথ্য জেনে রাখুন:
-
বিটিসিএল/আলাপ হেল্পলাইন: ১৬৪০২ (16402)
-
ল্যান্ডলাইন বিল জানতে: ওয়েবসাইটে চেক করতে হয় (bcbm.btcl.gov.bd)
-
আলাপ (Alaap) ব্যালেন্স চেক: আলাপ অ্যাপের ড্যাশবোর্ডে দেখা যায়।
-
আলাপ রিচার্জ: বিকাশ বা নগদ থেকে ‘Pay Bill’ অপশনে গিয়ে রিচার্জ করা যায়।
বোনাস: স্কিটো (Skitto) সিম তো ব্যবহার করেন?
আমরা অনেকেই এখন জিপির ডিজিটাল সিম স্কিটো চালায় তাই না?। ভাই, স্কিটো সিম তো অ্যাপ দিয়েই চলে, তবে জানেন এরও কোড আছে? নিচে দেখুন দিলাম:
-
ব্যালেন্স ও ডাটা চেক: *121*1*3#
-
হেল্পলাইন: 121
আমার প্রিয় টিপস (Balance Check Code)
আমার প্রিয় পাঠক বন্ধুরা, বাটন ফোনে এই কোডগুলোর কোনো বিকল্প নেই। কিন্তু আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন, তবে এই কোডগুলো মনে রাখার প্যারা না নিয়ে সরাসরি অপারেটরদের অ্যাপ (যেমন: MyGP, MyRobi, MyBL) ডাউনলোড করে নিন। সেখানে এক ক্লিকেই সব দেখতে পাবেন।
তবে হ্যাঁ, ইন্টারনেট না থাকলে বা জরুরি মুহূর্তে এই পোস্টটিই আপনাকে বাঁচাবে ভাই। তাই পোস্টটি আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখুন অথবা ফেসবুকে শেয়ার দিয়ে রাখুন, যাতে হারিয়ে না যায়।
কোন কোডটি কাজ করছে না বা নতুন কোনো কোড জানতে চান? কমেন্টে আমাদের জানান, আমরা সাথে সাথে আপডেট করে দেব।
আর ধন্যবাদ এতক্ষন ‘আমার প্রিয় ডট কম’-র সাথে থাকার জন্য! প্রযুক্তি হোক সহজ, জীবন হোক সুন্দর। টা…. টা….


