[সর্বশেষ আপডেট 28/11/2025]
আমরা সবাই প্রায় স্বপ্ন দেখি। আর এমন এমন সব উধভট উধভট স্বপ্ন দেখি যার কোন ব্যাখ্যা বা আগামাথা খুজে পাইনা। যে কোন স্বপ্ন দেখলে কি হয়। আর সবচেয়ে বেশি দেখি হলো খারাপ স্বপ্ন তাই না? আবার আমরা তো অনেকেই স্বপ্ন দেখার দোয়াও জানি না। তবে আমার বিশ্বাস যে আপনি যদি আমার প্রিয় এই আরটিকেল টি পড়েন তাহলে স্বপ্ন দেখলে কি হয়? খারাপ স্বপ্ন দেখলে করণীয় কী ও খারাপ স্বপ্ন থেকে বাঁচার দোয়া সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি…
উফ! কি ভয়ানক অবস্থা, তাই না?
মাঝরাতে ঘুম ভাঙার পর আমাদের মাথায় একটাই চিন্তা আসে “হায় হায়! এটা কী দেখলাম? এর মানে কী? আমার কি বড় কোনো বিপদ হবে নাকি?”
বন্ধুরা, আমি জানি আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে টেনশনে থাকেন। তাই আজ ভাবলাম, কুসংস্কার বাদ দিয়ে ইসলামিক ও বিজ্ঞানসম্মতভাবে স্বপ্ন নিয়ে আপনাদের মনের সব ভয় দূর করে দিব ইনশাল্লাহ। তায় আজ আমরা গল্পে গল্পে জানব স্বপ্ন আসলে কেন দেখি, খারাপ স্বপ্ন দেখলে করণীয় কী এবং এটা থেকে বাঁচার আমলগুলো কি কি..।
চায়ের কাপ হাতে নিন, আর পড়া শুরু করুন! প্রথমে বিজ্ঞান কি বলে সেটা দেখি…
আরো পড়ুন… জান্নাতি সাহাবীদের নাম: দুনিয়াতে সুসংবাদপ্রাপ্ত ২০ জন পুরুষ ও মহিলা সাহাবী
স্বপ্ন দেখলে কি হয়? স্বপ্ন আমরা কেন দেখি? (বিজ্ঞান কী বলে?)
ঠিক আছে, আগে লজিকটা বুঝুন। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন আমাদের মস্তিষ্ক বা ব্রেইন কিন্তু পুরোপুরি ঘুমায় না।
সারাদিন আমরা যা ভাবি, যা নিয়ে টেনশন করি, কিংবা অবচেতন মনে যা জমা থাকে সেগুলোই ঘুমের মধ্যে দৃশ্য আকারে ভেসে ওঠে।
বিজ্ঞানীরা বলেন, আমাদের ঘুমের একটা পর্যায় হলো REM মানে Rapid Eye Movement। এই সময়েই আমরা বেশি স্বপ্ন দেখি।
তাই মনে রাখবেন সব স্বপ্নই কিন্তু ভবিষ্যতের ইঙ্গিত নয়, বরং বেশিরভাগই আমাদের মনের ক্লান্তির ফসল বুঝলেন। তাহলে খারাপ শপ্ন?
খারাপ স্বপ্ন দেখলে করণীয়: ভয় পাবেন না, সমাধান এখানে
আচ্ছা ধরুন, আপনি খুব বাজে বা ভয়ানক একটা স্বপ্ন দেখলেন। তাহলে খারাপ স্বপ্ন দেখলে করণীয় কী? আর তাহলে কি আবার ঘুমানোর চেষ্টা করবেন নাকি ভয়ে বসে থাকবেন?
একদম ঘাবরাবেন না! আমাদের নবীজি রাসুলুল্লাহ (সা.) এই ব্যাপারে খুব সুন্দর এবং সহজ কিছু সমাধান দিয়ে গেছেন। সহীহ হাদিস অনুযায়ী, খারাপ স্বপ্ন দেখলে সাথে সাথে এই ৪টি কাজ করবেন:
১. বাম দিকে থুথু ফেলা: ঘুম ভাঙার সাথে সাথে আপনার বাম দিকে ৩ বার আলতো করে থুথু ফেলুন (ছিটালেই হবে, একদম থুথু ফেলার দরকার নেই!)। এটি শয়তানের প্রভাব দূর করতে সাহায্য করে।
২. পাশ ফিরে শোয়া: যে কাতে শুয়ে স্বপ্নটি দেখেছেন, সাথে সাথে সেই পাশ বদলে ফেলুন। ডান দিকে থাকলে বাম দিকে বা চিৎ হয়ে শুয়ে পড়ুন।
৩. দোয়া পড়া: শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। ৩ বার পড়ুন—“আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম”।
৪. কাউকে না বলা (খুবই জরুরি): এটা আমরা অনেকেই ভুল করি। তাহলে খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলা যাবে কি? না। রাসুল (সা.) নিষেধ করেছেন খারাপ স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। কারণ, মানুষ এটার ভুল ব্যাখ্যা দিতে পারে, যা আপনার মনে আরো ভয়ের সৃষ্টি করবে।
তবে খারাপ শপ্ন দেখলে অবশ্যই দোয়া পড়া ভালো তাহলে কি সেই খারাপ শপ্ন থেকে বাঁচার দোয়া?
খারাপ স্বপ্ন থেকে বাঁচার দোয়া
আমরা অনেকেই হুজুরের কাছে জিজ্ঞেস করি আবার অনেক আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেন, “ভাই, খারাপ স্বপ্ন দেখলে কোন দোয়া পড়ব?”
তাহলে বলি শোনেন…খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন থেকে মানসিক সান্তি পাওয়ার জন্য হাদিসে বর্ণিত এই দোয়াটি পড়তে পারেন:
🤲 আরবি উচ্চারণ:
“আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আ’মালিশ শাইত্বনি ওয়া সায়্যিয়াতিহিল আহলাম।”
💡 বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি শয়তানের খারাপ কাজ এবং দুঃস্বপ্ন হতে আপনার কাছে আশ্রয় চাই।
ভাই রাতে ঘুমানোর আগে ওজু করে, আয়াতুল কুরসি এবং ৩ বার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ঘুমানোর অভ্যাস করুন।
ইনশাআল্লাহ, বাজে স্বপ্ন আপনার ধারেকাছেও আসবে না। আর আমার এটা অভ্যস হয়ে গেছে….
আর আপনাদের সুবিধার্থে আমি কিছু ব্যাখ্যা তুলে ধরেছি.. যেন আপনি নিজের স্বপ্ন নিজেই বুঝে নিতে পারেন…
জনপ্রিয় কিছু স্বপ্নের ব্যাখ্যা ও কোন স্বপ্ন দেখলে কি হয়?
ভাই আপনারা প্রায়ই নির্দিষ্ট কিছু স্বপ্ন নিয়ে গুগলে তোলপাড় করে ফেলেন। চলুন, প্রচলিত কিছু সেই স্বপ্নের সাধারণ ব্যাখ্যা দেখি।
🐍 ১. স্বপ্নে সাপ দেখলে কি হয়?
ব্রো, স্বপ্নে সাপ দেখা খুবই কমন। স্বপ্নশাস্ত্র বা সাধারণ ব্যাখ্যা অনুযায়ী, সাপকে শত্রু বা বিপদের প্রতীক হিসেবে ধরা হয়। মানে যদি দেখেন যে সাপ আপনাকে তাড়া করছে, তবে বুঝতে হবে কেউ গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে।
আর যদি দেখেন আপনি সাপ মেরে ফেলেছেন, তবে এর মানে আপনি কোনো বিপদ বা শত্রু থেকে মুক্তি পাবেন (ইনশাআল্লাহ)।
💀 ২. মৃত ব্যক্তির স্বপ্ন দেখলে কি হয়?
প্রিয়জন মারা গেলে তাকে স্বপ্নে দেখাটা আরো স্বাভাবিক, কারণ আমরা তাদের খুব মিস করি। তাই যদি দেখেন যে মৃত ব্যক্তি হাসিখুশি আছেন বা ভালো পোশাক পরে আছেন, তবে এটি তার পরকালের শান্তির লক্ষণ হিসেবে ধরা হয়।
আর যদি দেখেন ভাই যে তিনি খুব কষ্টে আছেন বা কিছু চাচ্ছেন তবে দেরি না করে তার নামে সাধ্যমতো কিছু দান-সদকা করে দিন এবং তার মাগফিরাতের জন্য দোয়া করুন। (আমিন)
🦷 ৩. দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন
আবার অনেকেই এরকম দেখেন যে তাদের দাঁত নড়ছে বা পড়ে গেছে। তবে প্রচলিত ধারণা অনুযায়ী, এটি পরিবারের কারো অসুস্থতা বা আয়ু বাড়ার ইঙ্গিত হতে পারে। তাছাড়া সাইকোলজিস্টরা বলেন, যারা বাস্তব জীবনে নিজের চেহারা বা ব্যক্তিত্ব নিয়ে খুব বেশী হতাশায় ভোগেন, তারা এমন স্বপ্ন বেশি দেখেন।
🌊 ৪. পানিতে ডুবে যাওয়ার স্বপ্ন
ওরে ভাই, এর মানে হলো আপনি বাস্তব জীবনে কোনো সমস্যা বা আবেগের সাগরে হাবুডুবু খাচ্ছেন, যেখান থেকে বের হওয়ার রাস্তা খুজে পাচ্ছেন না। তার মানে এটি আপনার মানসিক অস্থিরতার লক্ষণ হতে পারে।
আমার প্রিয় শেষ কথা:
আমার প্রিয় বন্ধুরা, সবশেষে একটা কথাই বলব স্বপ্ন বা দুঃস্বপ্ন নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।
কারন ইসলামি দৃষ্টিকোণ থেকে, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো। তাই ভালো স্বপ্ন দেখলে “আলহামদুলিল্লাহ” বলুন, আর খারাপ স্বপ্ন দেখলে বামে থুথু ফেলে ভুলে যান।
মনে রাখবেন স্বপ্ন আপনার জীবনের নিয়ন্ত্রক নয়, আপনার কর্ম আর আল্লাহর ওপর বিশ্বাসই হলো আসল বিষয়।
আমার কষ্ট করে এই লেখাটি যদি আপনার উপকারে আসে, তবে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। আর আপনি শেষ কবে অদ্ভুত স্বপ্ন দেখেছেন? কমেন্টে জানাতে পারেন (অবশ্যই ভালো স্বপ্নটা!) 😉
শুভ রাত্রি, সুন্দর হোক আপনার স্বপ্ন! ধন্যবাদ….

