BTCL SIM Card আসছে বাংলাদেশে আর MVNO মানে কি?
বাংলাদেশে আসছে BTCL SIM Card
আমরা বাংলাদেশের মানুষরা জীবনযাত্রায় আজ মোবাইল সিমের ওপরই নির্ভরশীল তাইনা?। BTCL Sim Card আশুক বা না আসুক।
যোগাযোগ, ইন্টারনেট, অনলাইন ব্যবসা, আর ব্যাংকিং সেবা সব কিছুতেই সিম কার্ড আমাদের প্রতিদিনের সঙ্গী বিকাশ, নগদ,রকেট ইত্যাদি এগুলো তো আছেই।
এই সময়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (BTCL) বাংলাদেশের বাজারে আনছে BTCL SIM Card।
এটি শুধু একটি নতুন সিম নয়, বরং বাংলাদেশের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা তৈরী হবে।
উচ্চ ফলনশীল সরিষা বীজের দাম কত জেনে নিন সঠিক বীজ চেনার সহজ উপায়
সরিষার বিভিন্ন জাত ও তাদের ২০২৪ সালের আনুমানিক দাম সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো।
BTCL এর MVNO কি?
আচ্ছা BTCL কোম্পানি বলছেন তারা সরাসরি নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহার করবেন না। তারা MVNO (Mobile Virtual Network Operator)মডেলে সার্ভিস দিবেন।
এর মানে হলো, BTCL অন্য কোনো প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক (গ্রামিণফোন, বাংলালিংক,রবি ETC) অপারেটরের টাওয়ার ও অবকাঠামো ব্যবহার করে সেবা দেবে নিজেদের নামে।
সহজ কথায় নেটওয়ার্ক থাকবে অন্য প্রতিষ্ঠানের,সেবা, সাপোর্ট ও ব্র্যান্ড হবে BTCL
এর মানে আমরা যে টাওয়ার বা নেটওয়ারর্ক প্রতিদিন দেখি সেই টাওয়ার দিয়েই হবে আমাদের নতুন সেবা BTCL
আমার মনে হয় এটি বাংলাদেশের টেলিকম খাতে নতুন বৈচিত্র্য নিয়ে আসবে, কারণ গ্রাহকরা একসাথে পাবে সরকারি প্রতিষ্ঠানের আস্থা ও বেসরকারি অপারেটরের নেটওয়ার্ক শক্তি।
BTCL SIM Card এ বিষেশ এমন কি কি থাকবে?
এটাতে পাবেন সরকারি প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা, এবং BTCL কোম্পানি কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের টেলিকম খাতের সাথে যুক্ত।
তাই তাদের সেবার প্রতি আস্থা বা বিশ্বাস অন্য যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে বেশিই হবে।
থাকবে সাশ্রয়ী অফার যা সরকারি প্রকল্প হওয়ায় আশা প্রত্যাশা করা হচ্ছে যে খরচ তুলনামূলক কম হবে গ্রাহকদের জন্য।
অবকাঠামোগত সংযোগ ইন্টারনেট, ল্যান্ডলাইন, আলাপ অ্যাপ এবং মোবাইল সিম একত্রে ব্যবহার করার সুযোগ তৈরি হবে।
এছাড়াও গ্রাহকবান্ধব সাপোর্ট থাকবে যেন ব্যবহারকারীরা সরাসরি দেশীয় প্রতিষ্ঠানের সার্ভিস ও ভালো সাপোর্ট পান।
মানুষের আবেগ ও প্রত্যাশা
আমাদের অনেক সময় এমনও মনে হয়েছে যে যদি আমাদের দেশের নিজের একটি শক্তিশালী মোবাইল অপারেটর থাকতো তাহলে ভালোই হতো? এবার কিন্তু সেই স্বপ্ন আংশিক হলেও পূরণ হতে যাচ্ছে আমাদের।
BTCL SIM আমাদের মনের কথা বুঝতে পারছে তায় তো এই নতুন উদ্যগ, আর এটি শুধু যোগাযোগ নয় এটি নিজের দেশের প্রযুক্তির প্রতি আস্থা ও গর্বের প্রতীক হবে।
ভাবুন তো? যখন কেউ বলবে, “তুমি কোন সিম ব্যবহার করো?” আর তুমি গর্ব করে বলতে পারবে, “আমি BTCL SIM ব্যবহার করি, বাংলাদেশের সিম”
কিযে ভালো লাগবে তাইনা? তবে এই সিম বাজারে আসার পর কিছু খারাপ ও হতে পারে। মানে ধরুন একই নেটওয়ার্কে যখন দুটি কাজ চলবে তখন নেটওয়ার্কের মান স্লো হতে পারে।
তবে যদি এটি প্রতিটি নেটওয়ার্কে রিপাওয়ার বা আধুনিক কিছু গ্যাজেট অথাবা কোনো উন্নত শক্তি যোগ করা হয় তাহলে বেশ ভালই হবে।
প্রতিযোগিতামূলক বাজারে (গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল) টিকে থাকতে হলে BTCL-কে বিশেষ সুবিধা ও প্যাকেজ আনতে হবে।
এবং আমার মনে হয় সেটি তারা করবেনও বটে। এমন কথা যদিও কোথাও বলেননি তারা, তবে ধারনা করা হচ্ছে এমনটাই।
BTCL SIM Card
বিকাশ,নগদ,রকেট এমন অনলাইন ব্যাংকিং সেবা থাকবে কিনা BTCL Sim Card এ তাও স্পস্ট নয়। বা যদিও থাকে তবে কবে নাগাদ হবে?
তবে যাই হোক এটি বাংলাদেশের মানুষের জন্য নতুন ভরসার নাম, নতুন আস্থা। সরকারি প্রতিষ্ঠানের এই উদ্যোগকে আমার সাধুবাদ জানায়।
কারণ আমাদে এই দেশীয় উদ্যোগও বিশ্বমানের সেবা দিতে পারে। আজ যখন আমরা নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখাই, তখন BTCL SIM Card সেই স্বপ্ন পূরণের আরেকটি মাইলফলক দেখাচ্ছে।
ধন্যবাদ BTCL …. আগামী দিনে যোগাযোগ হবে আরও সহজ, আরও সাশ্রয়ী এবং সবচেয়ে বড় কথা এটি বাংলাদেশের সিম, বাংলাদেশের জন্য।