Photo Recovery Method Cover- ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়

Photo Recovery Method 2025|ডিলিট হওয়া ছবি 100% ফিরিয়ে আনতে পারবেন

হায় হায়! ভুল করেই মনে হয় আপনার মোবাইলে থাকা জরুরী ছবি বা ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তাই না? তাই এখন খুঁজে বেড়াচ্ছেন Photo Recovery App ঠিক তো!…  “ইশ! যদি একটা Undo বাটন থাকত! আহ্” যাইহোক..

আমি জানি ভাই, আপনি এখনো খুব টেনশনে আছেন। সেই ডিলিট হওয়া ফোল্ডারে হয়তো ছিল আপনার প্রিয় কোনো স্মৃতি, কিংবা অত্যন্ত জরুরি কোনো ডকুমেন্ট। আমি বুঝি ভাই এগুলো হারানোর কি বেদোনা।

তবে প্যারা নেই ব্রো! একদম রিলাক্স। আপনি সঠিক জায়গায় এসেছেন। ২০২৫ সালে এসে ডিলিট হওয়া ছবি, ভিডিও, ফাইল ফিরে পাওয়া কোনো কঠিন কাজ না। তাই আজ আমি আপনাদের এটাই শেখাবো যা দিয়ে আপনি আপনার হারিয়ে যাওয়া ছবি-ভিডিও ১ মিনিটের মধ্যে রিকভার করতে পারবেন।

বেশি কথা বাড়াবো না, চলুন সরাসরি অপারেশনে নেমে পড়ি! 👇

Photo Recovery (First Aid) আগে ‘রিসাইকেল বিন’ চেক করেছেন তো?

ভাই,… অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ফার্স্ট এইড বক্স চেক করে নেয়া ভালো, তাই না? আজকাল প্রায় সব স্মার্টফোনেই (Samsung, Xiaomi, Vivo, Oppo) গ্যালারিতে একটা Trash Bin বা Recently Deleted নামের ফোল্ডার থাকে।

প্রথমেই ঐটা চেক করে নিন। কারণ কোনো ছবি ডিলিট করলে সেটা সাথে সাথে ভ্যানিশ হয় না, বরং ওই ফোল্ডারে ৩০ দিন পর্যন্ত জমা থাকে।

(Tutorial) Photo Recovery (First Aid) 

প্রথমে আপনার ফোনের Gallery (App) তে যান > নিচের দিকে Albums এ ক্লিক করুন > একদম নিচে দেখুন Trash Bin বা Recently Deleted অপশন আছে কিনা নিচে থেকে উপরে টেনে টেনে দেখুন।

যদি Recently Deleted অপশন পেয়ে যান, তাহলে তো ঠিক জায়গায় হাত গেছে! ক্লিক করুন এটাতে> ছবিগুলো সিলেক্ট করে Restore করে দিন।

কিন্তু কথা হলো যদি সেখান থেকেও ডিলিট হয়ে যায়? বা আমার ফোনে এই অপশন না থাকে? তখন কি করবো? টেনশন নাই ভাই, তাহলে আসল খেলা এখন শুরু হবে! 

ছবি ফিরিয়ে আনার জাদুকরী অ্যাপ (১০০% কার্যকরী)

 

আচ্ছা, আপনার ফোনে যদি রিসাইকেল বিন নামক অপশনটি না থাকে, তবে আমাদের তৃতীয় পক্ষের সাহায্য নিতে হবে। আর Photo Recovery করার জন্য অ্যাপের বস হলো DiskDigger আ্যাপ। তাও আবার রুট করা ছাড়াই এটা দিয়ে ৯৯% ছবি ফিরিয়ে আনা সম্ভব। কিভাবে করবেন নিচে দেখুন…

প্রথম ধাপ : অ্যাপ ইন্সটল
সোজা গুগল প্লে স্টোরে যান এবং সার্চ করুন > “DiskDigger photo recovery”। অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন।

দ্বিতীয় ধাপ ২: স্ক্যান শুরু করুন
অ্যাপ ওপেন করে “Start Basic Photo Scan” (উপরেই দেখবেন) বাটনে ক্লিক করুন। পারমিশন চাইলে Allow করে দিন।

তৃতীয় ধাপ ৩: যাদু দেখুন!
কিছুক্ষণ সময় দিন। দেখবেন আপনার ফোন কেনার পর থেকে আজ পর্যন্ত যত ছবি ডিলিট হয়েছে, সব একে একে ভেসে উঠছে! (পুরানো সব ফটো দেখে আবার ইমোশনাল হয়ে পড়েন না যেন! 😅)

ধাপ ৪: রিকভার (Recover)

ফাইনাল ধাপ স্ক্যান শেষে এভাবে করবেন..

    • যে ছবিগুলো দরকার, সেগুলোর বক্সে টিক চিহ্ন দিন।

    • নিচে এবার “Recover” বাটনে ক্লিক করুন।

    • তারপর ফাইলটি কোথায় সেভ করবেন জানতে চাইলে মাঝখানের অপশন “Save the files to a custom location” সিলেক্ট করে মেমোরি কার্ড বা ফোনের যেকোনো ফোল্ডার দেখিয়ে দিন।

ব্যস! আপনার হারিয়ে যাওয়া ছবি আবার আপনার গ্যালারিতে চলে আসবে আশা করি! আর আসলে এভাবেই রিকভারি করা হয় ভাই। তবে অনেকেই বলেন, “ভাই ছবি তো পেলাম, কিন্তু ভিডিও?” নিচে দেখুন…

ডিলিট হওয়া ভিডিও ফিরিয়ে আনার উপায় (Video Recovery)

ভিডিও রিকভার করার জন্য DiskDigger-এর মতোই আরেকটি অ্যাপ আছে, যার নাম “Video Recovery”। আর প্লে স্টোরে  এই নামে অনেক অ্যাপ পাবেন, তবে আমার মনে হয় Dumpster নামের অ্যাপটি ভিডিওর জন্য বেশ ভালো কাজ করে। এটি অনেকটা কম্পিউটারের রিছাইকেল বিনের মতো কাজ করে। এটি ইন্সটল করে রাখলে ভবিষ্যতে ভিডিও ডিলিট হলেও ভয় থাকেনা।

কিছু গুরুত্বপূর্ণ টিপ্স দিই তাহলে

ভাই হিসেবে একটা সত্য পরামর্শ দিই আপনার ছবি ডিলিট হওয়ার পর দয়া করে সেই ফোনে আর নতুন কোনো ভারী ফাইল (মুভি, গেম) লোড করবেন না।
কারণ, ডিলিট হওয়া ছবিগুলো মেমোরির গভীরে লুকিয়ে থাকে। আপনি যদি মেমোরি ফুল করে ফেলেন, তাহলে সেই জায়গাটা নতুন ফাইল দখল করে নেবে, তখন আর পুরোনো ছবি ফিরে পাওয়া সম্ভব হবে না। একে বলে Data Overwrite। তাই ছবি রিকভার না হওয়া পর্যন্ত ফোনটা একটু সাবধানে ব্যবহার করুন।

প্রথমে আমারও এমনটা হয়েছিলো কিন্তু পরে ধিরে বুঝ পারলাম বা জানতে পারলাম যে এটাই আসল ঘটনা…

আমার প্রিয় শেষ কিছু কথা

অনেক পড়েছেন তবে ছোট্ট করে কিছু বলি, দেখুন মানুষের স্মৃতি কি বিই অদ্ভুত, তাই না? আমরা ছবি তুলে সেই স্মৃতি ধরে রাখতে চাই। যেন অনেক দিন থাকে আমাদের পাশে তাই এত্ত মাথাব্যাথা আমাদের।

সো আশা করি আজকের এই ট্রিকসগুলো আপনার সেই হারিয়ে যাওয়া অমূল্য স্মৃতি বা জরুরি ডকুমেন্ট ফিরিয়ে দিতে সাহায্য করবে।

আর আপনার কি ছবিগুলো ফিরে এসেছে কিনা? কমেন্টে অবশ্যই জানাবেন, শুনলে আমারও অনেক ভালো লাগবে। আর কোনো সমস্যায় পড়লে আমার প্রিয় টিম তো আছেই!….

ঠিক আছে তাহলে এতক্ষন আমার প্রিয় এই আরটিকেলটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

পোস্টটি শেয়ার করে বন্ধুদেরও এই মহাবিপদ থেকে বাঁচান! ভালো থাকুন। ❤️ বাই বাই……

×
Scroll to Top